চুড়াইবাড়ি (অসম), ১৬ মার্চ (হি.স.) : আবারও মাদক-বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তের চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। একটি পণ্যবাহী কন্টেনারে তালাশি চালিয়ে প্রায় ৩৮ লক্ষ টাকার এসকফ ব্র্যান্ডের অ্যালকোহলিক কফ সিরাপ সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সেই সঙ্গে আটক করা হয়েছে কফ সিরাপ পাচারে ব্যবহৃত কন্টেনারও।
তাঁদের অভিযান সম্পর্কে চেকপোস্ট ইনচার্জ নিরঞ্জন দাস জানান, গতকাল মঙ্গলবার মধ্যরাতে নাকাচেকিং করে এই সাফল্য অর্জন করেছেন তাঁরা। গভীর রাতে গুয়াহাটি থেকে আগরতলাগামী খুচরো পণ্যসামগ্রী বোঝাই এনএল ০১ এএফ ৪৯৮০ নম্বরের একটি লগোবিহীন কন্টেনার ত্রিপুরায় প্রবেশের মুখে আন্তঃরাজ্য্ সীমান্তবর্তী অসমের চুড়াইবাড়িতে পৌঁছে। গাড়িটির গতিরোধ করে তাতে সালাউর রহমান চৌধুরী সহ অন্য পুলিশকর্মীরা তালাশি চালান। তালাশিতে খুচরো পণ্যসামগ্রীর নীচে লুকনো ১৩৫টি কার্টুনে মোট সাড়ে ২১ হাজার শিশি নেশাজাতীয় এসকফ কফ সিরাপ উদ্ধার করে অভিযানকারী পুলিশের দল। উদ্ধারকৃত কফ সিরাপগুলির বাজার মূল্য কমপক্ষে ৩৮ লক্ষ টাকা হবে, জানান চেকপোস্ট ইনচার্জ নিরঞ্জন দাস।
পুলিশ অফিসার দাস জানান, কফ সিরাপ পাচারে ব্যবহৃত কন্টেনারের চালক পালিয়ে গেলেও ধরা পড়েছে বরপেটা জেলার অন্তর্গত হাউলির বাসিন্দা লালচাঁদ আলি (১৯) নামের সহচালক।
তিনি জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় বাজারিছড়া থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। আজ বুধবার ধৃতকে করিমগঞ্জের সিজেএম কোর্টে তোলা হয়। আদালতের নির্দেশে ধৃত লালচাঁদ আলিকে করিমগঞ্জের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

