BRAKING NEWS

ফাঁসিতে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ধৃত স্বামী

আগরতলা, ১৬ মার্চ : রাজধানী আগরতলা শহর সংলগ্ন শ্রীনগর থানা এলাকায় এক গৃহবধূকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তার বাপের বাড়ির লোকজনরা অভিযোগ করেছেন। বাপের বাড়ির লোকজনের অভিযোগে পুলিশ মৃত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে। তার নাম প্রীতম দেববর্মা। মৃত গৃহবধূর নাম সবিতা দেববর্মা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, সবিতা দেববর্মাকে তার স্বামী প্রীতম বেশ কিছুদিন ধরেই নির্যাতন চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে পারিবারিক কলহ চরম আকার ধারণ করে। সবিতা দেববর্মা বাপের বাড়ির লোকজন বিষয়টি মীমাংসা করার জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত সবিতা দেববর্মাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বুধবার সকালে সবিতা দেববর্মার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে শ্রীনগর থানার পুলিশ। এদিকে ঘটনার খবর পেয়ে তার বাপের বাড়ির লোকজন থানায় ছুটে আসেন। ওই গৃহবধুর স্বামী দায়মুক্ত হওয়ার জন্য তার স্ত্রী ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে পুলিশের কাছে দাবি করেন। কিন্তু তার বাপের বাড়ির লোকজন  হত্যাকাণ্ড বলে অভিযোগ করায় পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গৃহবধুর স্বামীকে গ্রেফতার করেছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ওই পুলিশ এ বিষয়ে নিশ্চিত হবে বলে জানিয়েছে। এদিকে মৃতার বাপের বাড়ির লোকজনরা মৃতার স্বামীকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *