জম্মু, ১৪ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। গাড়ি দুর্ঘটনায় কারও মৃত্যু না হলেও, ৬ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রাজৌরি জেলার দেহরি রালায়োতে গ্রামের কাছে। আহতদের নাম-মহম্মদ শাকুর (৫০), খুরশিদ বেগম (৬০), কালিমা আখতার (৪৮), সাফিনা আখতার (১৮), জোরা খাতুন এবং জাইজা কৌসর।
পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে রাজৌরি জেলার দেহরি রালায়োতে গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় জে কে ১২ এ ০৪৯১ নম্বরের একটি গাড়ি। রাজৌরি থেকে সুরানকোটে অভিমুখে যাচ্ছিল গাড়িটি। দুর্ঘটনার পরই ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের আঘাত গুরুতর বলে জানা গিয়াসহ। কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল গাড়িটি, তা খতিয়ে দেখা হচ্ছে।

