BRAKING NEWS

দেশের নিরাপত্তা ব্যবস্থায় সম্ভাবনাময় হাতিয়ারে পরিণত হয়েছে প্রযুক্তি : প্রধানমন্ত্রী

ন্ধীনগর, ১২ মার্চ (হি.স.): দেশের নিরাপত্তা ব্যবস্থায় সম্ভাবনাময় হাতিয়ারে পরিণত হয়েছে প্রযুক্তি। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, নিরাপত্তা বাহিনীতে থাকার জন্য শুধুমাত্র শারীরিক প্রশিক্ষণই যথেষ্ট নয়, এখন বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও শারীরিকভাবে সুস্থ না হওয়া সত্ত্বেও নিরাপত্তা সেক্টরে অবদান রাখতে পারেন। শনিবার গুজরাটের গান্ধীনগরের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন গান্ধীনগরের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন প্রধানমন্ত্রী। তার আগে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। এই নতুন ক্যাম্পাস জাতীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান যোগাবে। এদিন বিশ্ববিদ্যালয়ের উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র প্রদান করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিনের অনুষ্ঠানে বলেছেন, বিভিন্ন স্থানে সেনা মোতায়েনের সুবিধার্থে এই স্থানে প্রতিষ্ঠান তৈরি করেছিল ইংরেজরা। এরপর কয়েক দশক ধরে রক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুভূত হয়েছে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করে তোলার জন্য যে সুদক্ষ সেনা ও পুলিশ কর্মীর প্রয়োজন সেই লক্ষ্যে এই ধরনের প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজন রয়েছে। সেনা জওয়ানদের দেখলেই আত্মবিশ্বাস জেগে ওঠে দেশবাসীর মনে, এই বিশ্ববিদ্যালয় সুনাম বাজার রেখে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও বলেছেন, কোভিড-লকডাউনের সময় অনেক পুলিশ সদস্যকে আমরা দেখছি অভাবীদের কাছে খাবার ও ওষুধ পৌঁছে দিতে। মানুষ দেখেছে পুলিশের মানবিক মুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *