তিপরা মথার জনসভায় যোগ দিয়ে এসে দুর্ঘটনায় মৃত এক, আহত ছয়

আগরতলা, ১২ মার্চ : আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে তিপরা মথার জনসমাবেশ যোগ দিতে আসার সময় শালবাগান এলাকায় পথ দুর্ঘটনায় এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর ছয়জন গুরুতর ভাবে আহত হয়েছেন। আহতদের  জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে  গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার জনসভায় যোগ দেওয়ার জন্য দলীয় কর্মী সমর্থকরা একটি গাড়ি করে আসছিলেন। শালবাগান এলাকায় এসে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে জনসভায় আসা গাড়ির সংঘর্ষ হয়। তাতেই ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। অপর ছয় জন গুরুতর ভাবে আহত হন। ঘটনার পরপর দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে দলের শীর্ষস্থানীয় নেতারা ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান। আহতদের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন।