তেলিয়ামুড়া, ১২ মার্চ : তেলিয়ামুড়া থানা এলাকার ২২ গড়িয়ার মোতালেব মিয়ার দোকানে এবং বাড়িতে গতকাল রাতে হামলা সংঘটিত হয়েছে। কামরুল নামের এক যুবকের নেতৃত্বে এই হামলার ঘটনা সংঘটিত হয় বলে অভিযোগ করা হয়েছে। গভীর রাতে হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাড়ির মালিক অভিযোগ করেছেন পরিবারের মহিলাদের ওপরও হামলা সংগঠিত করা হয়েছে। বাড়ির মালিকের ছেলে এবং ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া নাতিনকে ঘর থেকে বের করে দিতে তারা হুলিয়া জারি করে। ঘটনাটি থানা পুলিশকে জানালে পরিণতি ভয়ঙ্কর আকার ধারণ করবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রাণনাশের আশঙ্কায় পরিবারটি থানার দ্বারস্থ হওয়ার সাহস পায়নি।শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে ঘটনাটি স্থানীয় গ্রাম প্রধান, পঞ্চায়েত সদস্য ও অন্যান্য মাতব্বরদের জানানো হয়েছে। পরিবারটি নিরাপত্তা নিয়ে রীতিমতো সংশয়ে পড়েছে।

