Attack : দ্বাদশ শ্রেণীর ছাত্রের মারে নবম শ্রেণীর ছাত্র আহত

আগরতলা, ৯ মার্চ : রাজধানীর মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্রের মারে নবম শ্রেণীর ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টা নাগাদ। আহত ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় সহপাঠীরা উদ্ধার করে জি বি হাসপাতালে ট্রমা সেন্টারে নিয়ে যায়। বর্তমানে সে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। স্কুল চলাকালে স্কুলের ভিতরে ছাত্রকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

স্কুলের শিক্ষকদের এবং প্রশাসকের দায়িত্ব জ্ঞান নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এ ব্যাপারে পুলিশের কাছে একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের সংবাদ নেই। মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুল সহ অন্যান্য স্কুলগুলিতে এ ধরনের হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করার জন্য ছাত্র অভিভাবকসহ সকল স্তরের জনগণকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে অনেকেই দাবি করেছেন। শিক্ষাঙ্গনে এ ধরনের হিংসাত্মক কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও অভিভাবক মহলের অভিমত।
____

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *