সাব্রুম, ৯ মার্চ : রূপাইছড়ি ব্লকের মনুবনকুলে মহামুনি বুদ্ধ মন্দির প্রাঙ্গণে আগামী ১৬ মার্চ থেকে তিনদিন ব্যাপী মহামুনি বুদ্ধ মেলা ও প্রদর্শনী শুরু হবে। চলবে ১৮ মার্চ পর্যন্ত। এই মেলা ও প্রদর্শনীকে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাব্রুম মহকুমা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি মহামুনি বুদ্ধ মন্দিরের মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী মন্টু মগ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন রূপাইছড়ি ব্লকের অতিরিক্ত বিডিও টিটু দেববর্মা, সাত্তুম মহকুমা প্রশাসনের ডিসি অভিজিৎ জমাতিয়া, বিশিষ্ট সমাজসেবী উগ্য মগ, থৌউচিং মগ প্রমুখ। মেলায় স্বাস্থ্য, বিদ্যুৎ, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, পুর্ত, পানীয়জল ও স্বাস্থ্য বিধান, কৃষি ও কৃষক কল্যাণ, উদ্যান, শ্রম, যুব বিষয়ক ও ক্রীড়া, প্রাণীসম্পদ বিকাশ, গ্রামোন্নয়ন, নগরোন্নয়ন, মহকুমা প্রশাসন, ব্লক প্রশাসন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জনকল্যানমুখী প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রদর্শনী স্টল খোলা হবে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রূপাইছড়ি ব্লকের অতিরিক্ত বিডিও টিটু দেববর্মা বলেন, মহামুনি বুদ্ধ মেলা হচ্ছে সাত্তুম মহকুমার এক ঐতিহাবাহী মেলা। মেলায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ অংশগ্রহণ করেন। তাই মেলা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা যায় তারজন্য তিনি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া আলোচনায় অংশনেন বিশিষ্ট সমাজসেবী মন্টু মগ, ডিসি অভিজিৎ জমাতিয়া, বিশিষ্ট সমাজসেবী উগ্য মগ, থৌঁউচিং মগ প্রমুখ। মহামনি বুদ্ধ মেলা ও প্রদর্শনী যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি উপদেষ্টা কমিটি, একটি কার্যকরী কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।