ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশিদের উদ্ধার, মোদীকে ধন্যবাদ হাসিনার

ঢাকা ও নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে আটকে রয়েছেন বিভিন্ন দেশের নাগরিকরা। ভারতের পাশাপাশি বাংলাদেশ, নেপাল ও তিউনিসিয়ান নাগরিকরাও ইউক্রেনে আটকে রয়েছেন। ভারত সরকারের ‘অপারেশন গঙ্গা’-র অধীনে ইউক্রেনে আটকে থাকা অন্যান্য দেশের নাগরিকদেরও উদ্ধার করা হচ্ছে। ইউক্রেন থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ৯ জন বাংলাদেশি নাগরিককে। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের ৯ জন নাগরিককে ‘অপারেশন গঙ্গা’-র অধীনে ইউক্রেন থেকে উদ্ধার করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে বলেও জানা গিয়েছে সরকারি সূত্রে। প্রসঙ্গত, শুধুমাত্র বাংলাদেশ নয়, নেপাল ও তিউনিসিয়ান নাগরিকদেরও ‘অপারেশন গঙ্গা’-র অধীনে ইউক্রেন থেকে উদ্ধার করেছে ভারত। উদ্ধার করা হয়েছে পাকিস্তানি নাগরিকদেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *