নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তিকে কুর্নিশ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, নারী ক্ষমতায়ন ছাড়া মানবতার বিকাশ অসম্পূর্ণ। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে মঙ্গলবার সকালে টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “আন্তর্জাতিক নারী দিবসে’ সাহস ও বীরত্বের প্রতীক নারী শক্তিকে কুর্নিশ।”
প্রতি বছর ৮ মার্চ দিনটি পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। লিঙ্গবৈষম্য দূর করার জন্য এই দিনটি পালিত হয়। এদিন সকালে টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, “নারী ক্ষমতায়ন ছাড়া মানবতার বিকাশ অসম্পূর্ণ। মাতৃশক্তিকে শক্তিশালী ও সবল করে তুলে তাঁদের মধ্যে নতুন আস্থা জাগিয়ে তুলছে মোদী সরকার, যার ফলে নারীরা প্রতিটি ক্ষেত্রে নিজেদের কৃতিত্ব দিয়ে দেশকে গর্বিত করছেন।”

