কিয়েভ, ৭ মার্চ (হি.স.) : ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার ১২ দিনের মাথাতেও অবস্থার কোন পরিবর্তন হয়নি। একের পর এক হামলার ঘটনায় বিধস্ত হয়ে পড়ছে দেশের একাধিক শহর। দেশের বিভিন্ন সরকারি ভবনের ওপর হামলা চালাচ্ছে রুশ সেনারা। একাধিক বিস্ফোরণে কেঁপে উঠছে দেশ। এবার ইউক্রেনের ভিনিৎসিয়ার এক বিমানবন্দরে এক বিমানের ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় নয় জনের মৃত্যু হয়েছে।
ইউক্রেনে এদিন পরপর মিসাইল হামলায় ক্ষতবিক্ষত হচ্ছেন সাধারণ মানুষ। ধ্বংস হচ্ছে একের পর এক বাড়ি-ইমারত-স্থাপত্য-ভাস্কর্য। সোমবার ভারতীয় সময় সকালে ইরপিন শহরে মিসাইল হানায় প্রাণ হারান চারজন। এবার বিমানবন্দরে হামলায় নয়জনের প্রাণ গেল। মধ্য ইউক্রেনের এই বিমানবন্দরে পরপর আটটি রুশ বিমান আছড়ে পড়ে। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের হামলা এই বিমানবন্দরে।