BRAKING NEWS

Punishment : অনুশাসনের নামে ছাত্রদের তিন ঘন্টা রৌদ্রে নিলডাউন করে রাখলেন শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ মার্চ৷৷ এক গুণধর শিক্ষকের অভিনব কায়দায় ছাত্র শাসন৷ যা বর্তমান সমাজ ব্যাবস্থায় একেবারেই বেমানান৷ করিৎকর্মা গুণধর শিক্ষকের নাম দেবব্রত দাস৷ শিক্ষকের শাসন পদ্ধতি প্রত্যক্ষ করে অভিভাবক মহল বেজায় ক্ষুব্ধ বলে অভিযোগ৷ শিক্ষা বিজ্ঞানের ভাষায় ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষকের সম্পর্ক বন্ধুত্ব সুলভ হওয়ার মধ্য দিয়েই পঠন-পাঠন করানো৷ কিন্তু তেলিয়ামুড়া থেকে ব্যাতিক্রমী এক চিত্র উঠে এলো তেলিয়ামুড়া থানা এলাকার ইচারবিল এলাকা থেকে৷

 অভিযোগ মূলে জানা যায়, দেবব্রত দাস জীব-বিজ্ঞান বিষয়ক শিক্ষক৷ কিন্তু তিনি সব বিষয়েই তিনি বিজ্ঞ বলে লোকসমাজে নিজেকে জাহির করেন৷ ফলে সহজ-সরল গরিব অংশের মানুষজন বিশেষ করে ইচার বিল, ত্রিশাবাড়ী, চালিতা বাড়ি, করইলং সহ বেশ আরো কয়েকটি এলাকার গরিব অংশের সহজ সরল লোকজন কিছু না বুঝেই এক শিক্ষকের কাছে সব বিষয়ে পড়ার সুযোগ পেয়ে নিজেদের  ছেলে মেয়েদের পাঠিয়ে দেন স্বল্প অর্থের মাধ্যমে পাঠগ্রহনের জন্য৷ কিন্তু জাতির মেরুদন্ড শিক্ষকের নামে কলঙ্ক ওই শিক্ষক গরীব অসহায় ছাত্র-ছাত্রীদের দুর্বলতার সুযোগে কাজে লাগিয়ে পড়াশোনার নামে চালায় অকথ্য নির্যাতন সেই সঙ্গে দুর্ব্যাবহার ও৷ রবিবার ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক এর পড়া মুখস্থ করে না আসার কারণে সকাল ৯ টা থেকে দুপুর ১২টা  পর্যন্ত  প্রখর রৌদ্রে শাসনের নামে প্রচলিত শব্দ নীলডাউন করিয়ে চালায় অকথ্য নির্যাতন৷ যা কিনা সভ্য সমাজ ব্যাবস্থায় গুণধর শিক্ষকের এহেন কান্ডে অভিভাবক মহল ক্ষুব্ধ৷ গুণধর শিক্ষকের কান্ড কারখানা প্রত্যক্ষ করে এলাকায় ছিঃ ছিঃ রব পড়ে গেছে৷ গুণধর ওই শিক্ষকের কাছে নিজের ছেলেমেয়েদের পঠন পাঠনের জন্য পাঠাতে অভিভাবক মহল বর্তমানে আতঙ্কে ব্যাতিব্যাস্ত৷  তবে অভিভাবক মহল সহ এলাকাবাসীরা চাইছে গুণধর শিক্ষক দেবব্রত দাস ওরফে দেবন নামক শিক্ষক বাবুর যাতে কড়া শাস্তি হয়৷ যার সভ্য সমাজ ব্যাবস্থায় দৃষ্টান্ত হয়ে থাকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *