মাদুরাই, ৫ মার্চ (হি.স.): সালেম গোকুলরাজ হত্যা মামলায় (২০১৫ সাল) ১৭ জন অভিযুক্তের মধ্যে ১০ জনকে দোষীসাব্যস্ত করল তামিলনাড়ুর মাদুরাইয়ের বিশেষ আদালত। দোষীদের মধ্যে যুবরাজও রয়েছে। এই মামলায় বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে ৫ অভিযুক্তকে, আগেই মৃত্যু হয়েছিল দুই অভিযুক্তের। সাজা ঘোষণা হবে আগামী ৮ মার্চ।
ইঞ্জিনিয়ারিং স্নাতক গোকুল রাজের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল হিন্দু সম্প্রদায়ের এক তরুণীর সঙ্গে। দলিত যুবক গোকুল রাজের মৃত্যু হয়েছিল রহস্যজনকভাবে। ২০১৫ সালের ২৪ জুন রেললাইন থেকে তাঁর দেহ উদ্ধার হয়। গোকুলের রহস্যমৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে দলিত সম্প্রদায়। তদন্তের পর মাস্টারমাইন্ড যুবরাজ-সহ ১৭ জনকে গ্রেফতার করা হয়। ২০১৫ সালের এই মামলা স্থানান্তরিত হয় সিবি-সিআইডি-তে। মোট ৭২ জনের সাক্ষ নেওয়া হয়েছে এই মামলায়। অবশেষে শনিবার সালেম গোকুলরাজ হত্যা মামলায় (২০১৫ সাল) ১৭ জন অভিযুক্তের মধ্যে ১০ জনকে দোষীসাব্যস্ত করেছে মাদুরাইয়ের বিশেষ আদালত।