BRAKING NEWS

BJP JP Nadda : কেন্দ্রীয় শাসিত বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা করতে ৭ মার্চ জম্মু-কাশ্মীর সফরে নড্ডা

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা করতে ৭ মার্চ জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন বলা জানা গিয়েছে। এবছরের শেষে বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপি নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানা গিয়েছে।

সূত্রের খবর, নড্ডা প্রথমে জম্মুতে মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে যাবেন।
উল্লেখ্য, ২১ জানুয়ারি,২০২০-এ বিজেপির জাতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার পর এটিই হবে জম্মু ও কাশ্মীরে নড্ডার প্রথম সফর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি বিধানসভা নির্বাচনের বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন যে জম্মু ও কাশ্মীরে নির্বাচন সীমানা কমিশন তার ফলাফল জমা দেওয়ার পরে ছয় থেকে আট মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *