Devendra Fadnavis: নবাব মালিকের ইস্তফা দেওয়া উচিত, বিধানসভায় আন্দোলন চলবে : দেবেন্দ্র ফড়ণবীশ

মুম্বই, ২ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিকের ইস্তফার দাবি জানালেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও মহারাষ্ট্রের বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়ণবীশ। বুধবার নবাব মালিক ও শিবসেনার বিরুদ্ধে তোপ দেগে দেবেন্দ্র ফড়ণবীশ বলেছেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, সরকারের প্রধান যিনি শিবসেনার একজন নেতা এমন একজনকে সমর্থন করছেন যিনি মুম্বই ধ্বংস করেছেন। নবাব মালিকের পদত্যাগ করা উচিত, আমরা বিধানসভায় এ জন্য লড়াই করব।”

দেবেন্দ্র ফড়ণবীশ আরও বলেছেন, “মহারাষ্ট্র অথবা দেশে আগে যা ঘটেনি, এখন তাই ঘটতে দেখা যাচ্ছে। বোমা বিস্ফোরণের অভিযুক্ত দাউদ ইব্রাহিমের সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত নবাব মালিককে বাঁচাতে গোটা রাজ্য মন্ত্রিসভা এবং রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে।” দেবেন্দ্র ফড়ণবীশ এদিন জানিয়েছেন, “বাজেট অধিবেশনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর চা পার্টি বয়কট করেছে বিপক্ষ দল।”