BRAKING NEWS

India Ukraine : ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত ,পাঠানো হল ত্রাণসামগ্রী

নয়াদিল্লি, ২ মার্চ (হি. স. ) : ইউক্রেনের বিভিন্ন অংশে ক্রমাগত হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ সেনার লাগাতার গোলাগুলি বর্ষণে ঘরছাড়া হয়েছেন ইউক্রেনের লক্ষাধিক মানুষ। তাদের আশ্রয় হয়েছে শহরের বিভিন্ন প্রান্তের বম্ব শেল্টার, বাঙ্কারে। এই কঠিন পরিস্থিতিতে ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। কেন্দ্রের তরফে তাঁবু, কম্বল, ঠাণ্ডা মোকাবিলায় প্রোটেকটিভ আইগিয়ার, জল ভরার ট্যাঙ্ক, স্লিপিং ম্যাট, সার্জিক্যাল গ্লাভস ও সোলার ল্যাম্প পাঠানো হচ্ছে। এনডিআরএফের তরফে এই ত্রাণসামগ্রীগুলি বুধবার বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়।

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেলের সঙ্গে ফোনে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ রাশিয়ার সামরিক অভিযানে কিভের ভয়াবহ অবস্থা এবং মানবিক সংকট নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি ৷ সেই আলোচনাতেও ফের যুদ্ধবিরতি করে আলোচনায় বসার আর্জি জানিয়েছেন নমো ৷ প্রধানমন্ত্রীর দফতর সূত্রে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *