BRAKING NEWS

TMC : তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ালেন ময়নাগুড়ির ১১ নম্বর ওয়ার্ডের বামপ্রার্থী  

য়নাগুড়ি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.):  ময়নাগুড়ি ভোটে তৃণমূলের বিরুদ্ধে জবরদস্তি ভোট করানোর অভিযোগ তুললেন বামফ্রন্টের প্রার্থী সুবিরকুমার বন্দো। ভোট প্রক্রিয়ায় না থাকার কথা ১১ নম্বর ওয়ার্ডের সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারকে লিখিতভাবে জানিয়ে নির্বাচন প্রক্রিয়া চলাকালীনই ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।


এদিন ভোট শুরু হতেই নতুন পুরসভা ময়নাগুড়ির ১১ নম্বর ওয়ার্ডের ভোট নিয়ে সরব হন আরএসপির প্রার্থী সুবিরকুমার বন্দো। তাঁর অভিযোগ, তৃণমূলের প্রার্থী মনোজ রায় প্রভাব খাঁটিয়ে ভোটারদের দিয়ে জোর করে ভোট দেওয়াচ্ছেন। এই নিয়ে অভিযোগ দায়ের করলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে ময়নাগুড়ির ভোটকে কার্যত প্রহসন আখ্যা দিয়ে ভোটগ্রহণ শুরু হওয়া চারঘন্টা পরই লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন সুবির বাবু। তাঁর অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতি মুহূর্তে লঙ্ঘন করা হচ্ছে। এভাবে ভোটের লড়াইয়ে থাকার কোনও মানে হয় না। তাই তিনি ভোট প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। ভোট প্রক্রিয়ায় না থাকার কথা ১১ নম্বর ওয়ার্ডের সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারকে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন তিনি।


যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী জানিয়েছেন, সর্বত্র শান্তিপূর্ণভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন। যারা মানুসের সঙ্গে নেই তারাই মিথ্যে অভিযোগ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *