BRAKING NEWS

Tripura Police : কল্যাণপুরে কেন্দ্রের নতুন পুলিশ ক্যাম্প হবে, জায়গা দেখেন জেলা পুলিশ সুপার

কল্যাণপুর, ২২ ফেব্রুয়ারী৷৷ পুলিশ ক্যাম্পের জায়গা পরিদর্শন করলেন জেলার পুলিশ আধিকারিক ভানুপদ চক্রবর্তী৷ কল্যাণপুর থানা এলাকার প্রমোদনগর গ্রাম পঞ্চায়েতের অধীন বৈষ্ণব কলোনি গ্রামের জায়গা পরিদর্শন করেন জেলা পুলিশ আধিকারিক সহ কল্যাণপুর থানার ওসি শুভ্রাংশু ভট্টাচার্য সমাজসেবী জীবন দেবনাথ সহ অন্যান্যরা৷

খবরে জানা গেছে দীর্ঘ ২০০০ সালে প্রমোদনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা প্রায় ৪০০ পরিবার উগ্রপন্থা সহ বিভিন্ন কারণে ওই জায়গা সহ নিজেদের ভিটেমাটি ছেড়ে দাও ছড়া এলাকা সহ অমর কলোনি এলাকায় চলে যায়৷ তখন সময় নাম দেওয়া হয় দাও ছড়া শিবির এবং অমর কলোনী শিবির৷ দীর্ঘ টানা ২২ বছর ধরে শিবির গুলোতে বসবাস করে চলছে ওই এলাকার পরিবারগুলো৷ দীর্ঘ বছরের অবসান কাটিয়ে নিজেদের জায়গায় পৌঁছতে চলেছে শুধু সময়ের অপেক্ষা মাত্র৷ ওই জায়গার মানুষ তথা গ্রামবাসীর দাবি ছিল একটি পুলিশ ক্যাম্প গড়ে তোলার জন্য দাবি জানায় কল্যাণপুর এলাকার বিধায়ক এর কাছে সেই মোতাবেক বিধায়ক পিনাকি দাস চৌধুরী কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে গোটা বিষয়ে জানান৷ গ্রামবাসীদের দাবিগুলো তুলে ধরেন মুখ্যমন্ত্রীর সামনে৷ সেই মোতাবেক আজ অর্থাৎ মঙ্গলবার খোয়াই জেলা পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা ক্যাম্পের জায়গা পরিদর্শন করেন বলে সূত্রে খবর৷,

আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর নাগাদ জেলার পুলিশ সুপার ক্যাম্পের জায়গা পরিদর্শন করেন এখন দেখার বিষয় কবে নাগাদ সেই ক্যাম্পটি গড়ে ওঠে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *