মইনপুরী(উত্তরপ্রদেশ), ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : ২০২৩ সালের মধ্যেই তৈরি হয়ে যাবে বহু প্রতীক্ষিত রামমন্দির। শুক্রবার এমনটাই জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন উত্তরপ্রদেশের মইনপুরী জেলার কারহালে এক নির্বাচনী জনসভায় যোগী বলেন, রামমন্দিরে কাজ চলছে দ্রুত গতিতে। আশা করছি, ২০২৩ সালের মধ্যেই রামমন্দিরের কাজ শেষ হয়ে যাবে। তাঁর আরও দাবি, ভারতের রাষ্ট্রীয় মন্দির হিসেবে স্বীকৃতি পাবে রামমন্দির।
সাত দফায় চলছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। তৃতীয় দফার ভোট প্রচারে শুক্রবার কারহালে আসেন যোগী। সভায় ভিড় হয়েছিল ভালই। এই কেন্দ্রে লড়াই হচ্ছে সমাজবাদী পার্টির প্রধান, প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে বিজেপির এসপিএস বাঘেলের।
এদিন যোগী বলেন, কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশের মানুষকে ডবল রেশন দিচ্ছে। তাই মানুষ বিজেপিকে ঢেলে ভোট দেবে। মুখ্যমন্ত্রীর দাবি, ২০১৭ সালে বিজেপি রাজ্যের ক্ষমতায় আসার পর ৮৬ লক্ষেরও বেশি কৃষকের ঋণ মুকুব করা হয়েছে। এছাড়াও তাঁদের জন্য নলকূপের সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।