BRAKING NEWS

শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক জয়শঙ্করের, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

নয়াদিল্লি, ৭ ফেরুয়ারি (হি.স.): শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী জি এল পিয়েরিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সোমবার দিল্লিতে ভারত ও শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। উভয় দেশের বিদেশমন্ত্রীর মধ্যে মৎস্যজীবী সমস্যা-সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, মৎস্যজীবীদের ইস্যুতে মতবিনিময় হয়েছে এবং দ্বিপাক্ষিক নানা বিষয়ে উভয়ে সম্মতি হয়েছি। অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য বৃহত্তর পর্যটনের গুরুত্ব স্বীকার করা হয়েছে। জয়শঙ্কর টুইটে আরও জানিয়েছেন, আমাদের স্বাধীনতা এবং কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর যথাযথভাবে পালন করব আমরা। অর্থনৈতিক বিনিয়োগ সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *