BRAKING NEWS

হিমাচলের নয়না দেবীর মন্দিরে প্রার্থনা পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির

বিলাসপুর, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : সোমবার মাচল প্রদেশের শ্রী নয়না দেবী মন্দিরে প্রার্থনা সারলেন পঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। এদিন তিনি বলেন, “মাতৃদেবীর আশীর্বাদে আমাকে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে আমি এখানে মাতার দর্শনে এসেছিলাম। আমি নয়না দেবীর আশীর্বাদ পেয়েছি এবং জয়ের জন্য প্রার্থনা করেছি।”

পঞ্জাবে কংগ্রেস সরকার গঠনের পর শ্রী আনন্দপুর সাহেব এবং শ্রী নয়না দেবী মন্দির উভয়ই রোপওয়ের মাধ্যমে সংযুক্ত হবে বলে চান্নি তাঁর প্রার্থনা করার পরে বলেন। পঞ্জাবের কংগ্রেস প্রধান নভজ্যোত সিং সিধু এবং তার আধিপত্যের লড়াই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে চান্নি বলেন, “আমি এখন রাজনীতি নিয়ে কথা বলব না কারণ আমরা মাতার দরবারে আছি।”
প্রসঙ্গত, আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাবে ভোট হবে। ভোট গণনা হবে ১০ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *