BRAKING NEWS

ভিয়েতনাম সীমান্ত সংলগ্ন চিনের শহরে লকডাউন, গৃহবন্দী ৩৫ লক্ষ মানুষ

বেজিং, ৭ ফেব্রুয়ারি (হি.স.): বিগত ৩-দিন ধরে ভিয়েতনাম সংলগ্ন দক্ষিণ চিনের গুয়াংসি অঞ্চলের বাইসে শহর বাড়ছে করোনার সংক্ৰমণ। বিগত ৭২ ঘন্টার মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৭০ জন, করোনার এই বাড়বাড়ন্ত রুখতে লকডাউন লাগু হল বাইসে শহরে। সোমবার থেকেই বাইসে শহরে লকডাউন লাগু হয়েছে। এই শহরের জনসংখ্যা প্রায় ৩৫ লক্ষ। লকডাউনের ফলে এখনও গৃহবন্দী বাইসে শহরের বাসিন্দারা।

শহর ছেড়ে বেরোতে পারবেন না কেউ। ভাইস-মেয়র জি জুনিয়ান জানিয়েছেন, “শহরজুড়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণ কার্যকর করা হয়েছে। কোনও যানবাহন অথবা মানুষজন শহরে ঢুকতেও পারবেন না, আবার বেরোতেও পারবেন না।” শহর সংলগ্ন অঞ্চলেও কঠোর বিধিনিষেধ লাগু করা হয়েছে।” ভিয়েতনাম শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে (৬২ মাইল) অবস্থিত এই শহরে গত শুক্রবার প্রথম করোনা-আক্রান্তের হদিশ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *