BRAKING NEWS

ফেব্রুয়ারিতেই ১০, দিল্লিতে চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্ত ৩৩

য়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। ফেব্রুয়ারি মাসেই দিল্লিতে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১০, সেই সংখ্যা যুক্ত হওয়ার পর দিল্লিতে চলতি বছর মোট ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। মশাবাহিত এই রোগ সাধারণ জুলাই ও নভেম্বর মাসেই বেশি দেখা যায়, যা ডিসেম্বরের মাঝামাঝিতেও দেখা যায়।

গত বছর দিল্লিতে ডেঙ্গিতে মোট আক্রান্ত হয়েছিলেন ৯ হাজার ৬১৩ জন, ২০১৫ সালের পর এই সংখ্যা ছিল সর্বাধিক। মৃত্যু হয়েছিল ২৩ জনের। ২০২১ সালের আগে ২০২০-তে দিল্লিতে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ছিল ১,০৭২, ২০১৯ সালে ২,০৩৬, ২০১৮ সালে ২,৭৯৮, ২০১৭ সালে ৪,৭২৬ এবং ২০১৬ সালে ৪,৪৩১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *