ত্রিপুরা সফরে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

আগরতলা, ২৪ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরা সফরে এলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সরসঙ্ঘ চালক মোহন ভাগবত। তিনি ২৭ জানুয়ারি পর্যন্ত ত্রিপুরায় প্রবাস করবেন। আজ তিনি এমবিবি বিমান বন্দরে নেমে সোজা চলে যান সেবা ধামে। সেখানেই তিনি ত্রিপুরা সফরের যাবতীয় কর্মসূচি সম্পন্ন করবেন। কোভিডের বিধিনিষেধের কারণে এবার তাঁর প্রকাশ্য জনসভা হচ্ছে না


সূত্রের দাবি, মোহন ভাগবত ত্রিপুরা সফরে আসার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হবে। এছাড়াও মন্ত্রিসভার সদস্যদের সাথেও তিনি ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। আরএসএস প্রধান জেড প্লাস শ্রেণীর নিরাপত্তা পান। সে মোতাবেক সমস্ত আয়োজন করা হয়েছে।


ধারনা করা হচ্ছে, মোহন ভাগবতের ত্রিপুরা প্রবাসে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে অনেকটা বদল আসতে চলেছে। ২০১৭ সালেও বিধানসভা নির্বাচনের পূর্বে তাঁর ত্রিপুরা সফর বিজেপির বিজয়ের ক্ষেত্রে যথেষ্ট তাত্পর্য্যপূর্ণ ছিল। ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পরও তিনি এসেছিলেন। আবারও তাঁর সফরে শাসক দল বিজেপিতে ফুর্তি আনার জন্য টনিক পাবে, এমনটাই মনে করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *