মুম্বই, ১৯ জানুয়ারি (হি.স.) : মুম্বইয়ে গত ২৪ ঘণ্টায় ২৪ পুলিশ পুলিশকর্মী করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গিয়েছে। এনিয়ে মোট ১২৭৩ জন করোনা আক্রান্ত পুলিশকর্মী চিকিৎসায় রয়েছেন। মুম্বই পুলিশ কমিশনারেটের মতে, মুম্বই করোনাবিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য পুলিশরা দায়ী। এ কারণে প্রতিটি এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। গত ২৪ ঘন্টায় ২৪ পুলিশকর্মীর করোনা পজিটিভ এসেছে।
মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে, এই সময়ে মুম্বইতে ১২৭৩ জন করোনা আক্রান্ত পুলিশ রয়েছেন। করোনাভাইরাসে ১২৭ পুলিশ মারা গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ভালসে পাতিল পুলিশকর্মীদের চিকিৎসার জন্য ছুটির ব্যবস্থা করেছেন। সেই সঙ্গে ৫৫ বছর বয়সী পুরুষ পুলিশদের ঘরে থেকে কাজ করার অনুমতি দিয়েছেন।

