BRAKING NEWS

গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ১০,৪৩০ জন

কলকাতা, ১৮ জানুয়ারি (হি. স.): গতকালের তুলনায় সামান্য বাড়ল রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা । মঙ্গলবার রাজ্যের কোভিড পরীক্ষা বাড়তেই সংক্রমণের গণ্ডি ১০ হাজার ছাড়াল। সামান্য বাড়ল মৃত্যুও। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ১০,৪৩০ জন । মঙ্গলবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে ।

স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১০,৪৩০ জন।স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২,২০৫ জন কলকাতার । অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। গতকাল ২ হাজারের নিচে নেমেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিন ফের বাড়ল তা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা । একদিনে আক্রান্ত সেখানকার ১,৭৬১ জন । দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৮৮৫ জন। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৪৫৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ১৭, ৫১৪।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৩৪ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ১০ জন বাসিন্দা। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০, ১৫৫ জন। রাজ্যের মৃত্যুহার ১.০৫ শতাংশ।
করোনাকে হারিয়ে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩,৩০৮ । যার ফলে মোট সুস্থতার সংখ্যা বেড়ে ১৭,৪১,৬৪৮ । বর্তমানে সুস্থতার হার বেড়ে ৯০.৮৩ শতাংশ । একদিনে করোনা পরীক্ষা হয়েছে ৫৩,৮২৪ । যার ফলে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ০২,২৪,১৬,৪৩৭ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *