BRAKING NEWS

মন্ত্রিসভার বৈঠকে অগ্নি নির্বাপক দপ্তরে বিভিন্ন ক্যাটাগরিতে ২৩৫টি পদে নিয়োগের সিদ্ধান্ত

আগরতলা, ১৮ জানুয়ারি : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ স্বরাষ্ট্র দপ্তরের অধীনে অগ্নি নির্বাপক দপ্তরে বিভিন্ন ক্যাটাগরিতে ২৩৫টি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি আরও জানান, এই ২৩৫টি পদের মধ্যে রয়েছে ৫ জন স্টেশন অফিসার, সাব-অফিসার ১৫ জন, লিডিং ফায়ারম্যান ২৫ জন, ড্রাইভার ২৫ জন, ফায়ারম্যান ১৬০ জন এবং এলডি ক্লার্ক ৫ জন। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, পূর্ত দপ্তরের অধীনে ১৮টি গ্রুপ-বি নন গ্যাজেটেড (টেকনিক্যাল) সিনিয়র ড্রাফটম্যান পদ সৃষ্টি করা হয়েছে। খুব শীঘ্রই এই পদে লোক নিয়োগ করা হবে।

তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আরও জানান, আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে ২২টি সিডিপিও পদে লোক নিয়োগের জন্য ২২টি সিডিপিও পদ পুনরায় তৈরি করা হয়েছে। খুব শীঘ্রই টিপিএসসি’র মাধ্যমে এজন্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *