BRAKING NEWS

তেইশের বিধানসভা নির্বাচনে সুদীপ রায় বর্মণ বিজেপির টিকিটে দাড়াচ্ছেন না, শীঘ্রই স্ট্রেটেজি ঘোষণা

আগরতলা, ১২ জানুয়ারি : রাজ্যের রাজনৈতিক সমীকরণ খুব দ্রুত বদলাতে চলেছে। তাঁর সরাসরি আভাস দিলেন শাসক দল বিজেপির কথিত বিদ্রোহী বিধায়ক সুদীপ রায় বর্মণ। ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়বেন না, সাফ জানিয়ে দিলেন তিনি। সম্ভবত, খুব শীঘ্রই নয়া স্ট্রেটেজি ঘোষণা করতে চলেছেন তিনি। তাঁর এই বিস্কোরক দাবি স্বাভাবিকভাবে শাসক দলের রাজনীতিতে ঝড় বইয়ে দেবে, তা অকপটে স্বীকার করছে রাজনৈতিক মহল।


আজ একটি সংবাদ মাধ্যমকে টেলিফোনে সুদীপ বাবু সাব্রুমে রক্তদান শিবির নিয়ে তাঁর তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। তখনই, বিজেপির প্রতি তাঁর মোহভঙ্গের প্রকাশ্যে স্বীকারোক্তি দিয়েছেন। এদিন তিনি বলেন, স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে সাব্রুম কলেজে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। তাতে তিনি আমন্ত্রিত ছিলেন। কিন্ত, গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের আধিকারিকরা তাঁকে জানিয়ে দেন আজ রক্তদান শিবিরে তাঁরা যেতে পারছেন না।


সুদীপ বাবুর দাবি, রক্তদানের অনুষ্ঠান নিয়ে নোংরামি করে কার্যত স্বামিজীকে অপমান করা হয়েছে। কারণ, রক্তদান শিবির বানচাল করে আদতে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তাঁর কথায়, রাজ্যে রক্তের ঘাটতির জন্য বহু রোগীর চিকিত্সায় ব্যাঘাত ঘটছে। তাই, রক্তদান শিবিরের আয়োজন করা হলে আনন্দিত হই।


তিনি বলেন, রক্তদান শিবির হবে জেনেও আজ সাব্রুমে গিয়েছি। কারণ, রক্ত দান যারা করবেন বলে স্থির করেছিলেন তাঁদের মনোবল ভেঙ্গে যাক চাইনি আমি। তাই তাঁদের পাশে দাড়ানোর জন্যই সাব্রুমে ছুটে গিয়েছি। এই রক্তদান শিবির বানচাল হওয়ার জন্য তিনি শাসক গোষ্ঠির দিকেই আঙ্গুল তুলেছেন।


তখনই তাঁর কাছে জানতে চাওয়া হয়, প্রচারে শুনা গেছে ২০২৩ বিধানসভা নির্বাচনে সুদীপ রায় বর্মণকে বিজেপি প্রার্থী করছে না। জবাবে তিনি বিদ্রুপের সুরে বলেন, বিষয়টি ঘুরিয়ে দেখলেই উচিত হবে। সুদীপ রায় বর্মণ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়বে না। সুদীপ আজ সাফ জানালেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক নই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *