ত্রিপুরাতেও শুরু করোনার বোস্টার টিকাকরণ, প্রথম দিনে নিলেন ২৪২২ জন

আগরতলা, ১০ জানুয়ারি (হি. স.) : সারা দেশের সাথে রাজ্যেও শুরু হল করোনার বোস্টার টিকাকরণ। স্বাস্থ্য কর্মী, সামনের সারির যোদ্ধা এবং জটিল রোগে আক্রান্ত ষাটোর্ধ নাগরিকদের ওই টিকা প্রদান করা হবে। এক্ষেত্রে দ্বিতীয় টিকা নেওয়ার ৯০ দিন অতিক্রান্ত হলেই তবেই তারা বোস্টার ডোজের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। আজ রাজ্যে ২৪২২ জন বোস্টার ডোজ নিয়েছেন।


করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সেই লক্ষ্য রেখে ভারত সরকার করোনার বোস্টার ডোজ প্রদানের উদ্যোগ নিয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের দেওয়া তথ্য অনুসারে আজ রাজ্যে ধলাই জেলায় ৪০৯ জন, গোমতি জেলায় ১১৬ জন, খোয়াই জেলায় ১১২ জন উত্তর ত্রিপুরা জেলায় ৩০২ জন, সিপাহীজলা জেলায় ১৬০ জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ১৬৭ জন, ঊনকোটি জেলায় ১২৯ জন এবং পশ্চিম জেলায় সবচেয়ে বেশি ১০২৭ জন বোস্টার ডোজ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *