BRAKING NEWS

উন্নয়নের মধ্য দিয়ে আমাদের সরকার এক নতুন ভারতের সাথে নতুন ত্রিপুরাও গড়তে চলেছে ঃ বিধানসভার অধ্যক্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ এখন প্রশাসন ও উন্নয়ন মানুষের কাছে সহজে পৌঁছে যায়৷ এর জন্য কোন আন্দোলন করতে হয় না৷ এটাই হচ্ছে বর্তমান সরকারের সাথে পূর্বতন সরকারের পার্থক্য৷ আজ বৃদ্ধনগরস্থিত ’গীতবিতান’ হলে অনুষ্ঠিত পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির সাধারণ সভার শুরুতে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী একথা বলেন৷ তিনি বলেন, এরাজ্যের উন্নয়ন কর্মসূচি দ্রত গতিতে এগিয়ে চলছে৷ কোভিড-১৯ অতিমারীও এই উন্নয়নের অগ্রগতিকে রুখতে পারেনি৷ এই উন্নয়নের মধ্যদিয়ে আমাদের সরকার এক নতুন ভারতের সাথে নতুন ত্রিপুরাও গড়তে চলেছে৷ করোনা পরিস্থিতিতে জীবনের ঝঁকি নিয়েও সাধারণ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মীগণ এরাজ্যের উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে৷ যার জন্য এই অতিমারীর মতো দুর্যোগেও এরাজ্যের মানুষের খাদ্যাভাব হয়নি৷ তিনি বলেন, সারা রাজ্যের উন্নয়নের সাথে ভারসাম্য বজায় রেখে পুরাতন আগরতলা ব্লকের উন্নয়নও দ্রত এগিয়ে চলেছে৷ তিনি ২০২১-২২ অর্থবর্ষে ব্লকের বিভিন্ন দপ্তর ভিত্তিক যেসমস্ত কাজগুলি এখনো সমাপ্ত হয়নি সেগুলি দ্রত শেষ করার জন্য দপ্তর আধিকারিকদের নির্দেশ দেন৷ তিনি বলেন, যে কাজগুলি খুব জরুরী সেগুলি আগে শেষ করতে হবে৷ যেসব রাস্তায় আলো নেই সেখানে স্ট্রিট লাইট জরুরী ভিত্তিতে বসাতে হবে৷ যেখানে রাস্তাঘাট, বীজ, নালা বেশী খারাপ সেগুলি আগে সারাই করতে হবে৷ কারণ বর্ষা এলে সে কাজগুলি আর করা যাবে না৷ যে এলাকায় রাস্তা বা নালা নেই সেখানেও অতি দ্রত গতিতে রাস্তা ও নালা তৈরী করে দিতে হবে৷


সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ ব্লকের উন্নয়নে নিজ দপ্তরের কর্মসূচিগুলি নিয়ে আলোচনা করেন৷ পর্যালোচনায় পুরাতন আগরতলা ব্লকের প্রতিনিধি সভায় জানান, চলতি অর্থবছরের ৪ জানুয়ারি পর্যন্ত ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এমজিএন রেগায় বিভিন্ন উন্নয়ন কাজের মাধ্যমে ২ লক্ষ ১৩ হাজার ২৯১টি শ্রম দিবসের সুুযোগ সৃষ্টি করা হয়েছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১,৫৮৮টি পরিবারকে বাসগৃহ দেওয়া হয়েছে৷ পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের প্রতিনিধি সভায় জানান, পুরাতন আগরতলা ব্লকে এখন পর্যন্ত ৫,০৬১টি বাড়িতে অটল জলধারা মিশনে পাইপলাইনে পানীয়জল সরবরাহ করা হয়েছে৷ নতুন করে ৩০টি গভীর নলকূপ খনন করা হয়েছে৷ আরও ১৪টি গভীর নলকূপ ও ১৮টি মলবোর খনন করা হবে৷ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের প্রতিনিধি সভায় জানান, ২০২১-২২ অর্থবছরে আমন ধানচাষের মরশুমে এই ব্লকের ২০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল ধান চাষ হয়েছে৷ মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ব্লকের ৩৯,৩৭৫টি পরিবারকে বিভিন্ন ফলের চারা দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী পুপ উদ্যান প্রকল্পে ব্লকের ৬৭টি পরিবারকে ফুলচাষে সহায়তা দেওয়া হয়েছে৷


সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের প্রতিনিধি সভায় জানান, প্রধানমন্ত্রী মাত্র বন্দনা যোজনায় এই ব্লকের ৪৫০ জন প্রসূতি মা ৫০০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন৷ মুখ্যমন্ত্রী অন্ত্যোদয় শ্রদ্ধা’লী যোজনায় ব্লকের ৩টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷ ব্লকের ৪,৭৭৩টি পরিবারের সদস্যকে বিভিন্ন সামাজিক ভাতা দেওয়া হচ্ছে৷ স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি জানান, ১৫ থেকে ১৮ বয়সীদের কোভিড টিকা দেওয়ার কর্মসূচিও শুরু হয়েছে৷ মৎস্য দপ্তরের প্রতিনিধি সভায় জানান, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় এই ব্লকের ১২৫টি মৎস্যজীবী পরিবারকে মাছের পোনা এবং উন্নত মাছ চাষে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ সভায় পূর্ত, শিক্ষা, যুব বিষয়ক ও ক্রীড়া, বিদ্যৎ নিগম এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রতিনিধিগণও এই ব্লকের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে সভায় পর্যালোচনা করেন৷ এই সাধারণ সভায় সভাপতিত্ব করেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল৷ এছাড়া সভায় উপস্থিত ছিলেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য, পুরাতন আগরতলা ব্লকের বিডিও পামেলা সাহা, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মন্টি দেবনাথ এবং ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ ও পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্যগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *