BRAKING NEWS

রাজ্যে বর্তমান সরকার প্রশাসনকে মানুষের আরও কাছে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ আমার তহশিল নাগরিক পরিষেবা কর্মসূচির মাধ্যমে প্রশাসনিক বিভিন্ন সুুযোগ সুুবিধাগুলি জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷ রাজ্যে বর্তমান সরকার প্রশাসনকে মানুষের আরও কাছে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে৷ আজ মোহনপুর পুরপরিষদ প্রাঙ্গণে মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং মোহনপুর পুরপরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আয়োজিত প্রশাসনিক শিবিরের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার জনগণের সরকার৷ জনগণকে সাথে নিয়েই তারা প্রতিটি পদক্ষেপে এগিয়ে চলেছে৷ এর ফলশ্রতিতে জনগণের কল্যাণে নানা রকম পদক্ষেপ নেওয়া হয়েছে৷ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবার উদ্দেশ্যে আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে নিয়ে আমরা যাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে৷ এই বিষয়ে প্রত্যেকের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে৷ অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে এবং বিভিন্ন কর্মসূচির সুুফল যাতে যথাযথভাবে পাওয়া যায় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে৷
অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন মোহনপুর পুরপরিষদের প্রাক্তন চেয়ারপার্সন মতিলাল দাস, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি জয়লাল দাস৷ স্বাগত বক্তব্য রাখেন মোহনপুরের মহকুমা শাসক সুুভাষ দত্ত৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর ওবিসি সাব কমিটির চেয়ারম্যান প্রভাত দেবনাথ৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, মোহনপুর প’ায়েত সমিতির চেয়ারম্যান রীণা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, সমাজসেবী ধীরেন্দ্র দেবনাথ, শ্যামল দেবনাথ, তপন দত্ত প্রমুখ৷ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং অন্যান্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *