মহিলা কর্মী ছাটাইয়ের প্রতিবাদে স্মার্ট সিটি অফিস ঘেরাও

আগরতলা, ৬ জানুয়ারি : মহিলাকে কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদে বৃহস্পতিবার বড়দোয়ালী এলাকায় স্মার্ট সিটি লিমিটেডের অফিস ঘেরাও করে প্রতিবাদ-বিক্ষোভ জানান স্থানীয় বাসিন্দারা। ঘটনার বিবরণে জানা গেছে, অর্পিতা পালিত নামে এক মহিলা আগরতলা স্মার্ট সিটি লিমিটেডে কর্মরত ছিলেন। অফিস চলাকালীন সময়ে ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য তাকে বহি:রাজ্যে নিয়ে যাওয়া হয়। তাকে জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। তিনি বিষয়টি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অফিস কর্তৃপক্ষকে অবগত করেন। অথচ অফিস কর্তৃপক্ষ তাকে কোনো কারণ না দেখিয়ে পয়লা জানুয়ারি থেকে ছাঁটাই করে দেন। ফলে ওই মহিলা অসহায় হয়ে পড়েন।


ওই মহিলাকে কেন ছাঁটাই করা হয়েছে তা জানতে এলাকার জনগণ বৃহস্পতিবার স্মার্ট সিটি লিমিটেডের অফিস ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন। অবিলম্বে ওই মহিলাকে কাজে নিযুক্ত করার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন, অসুস্থ ওই কর্মীর পাশে দাঁড়ানোর বদলে কর্তৃপক্ষ তাকে ছাঁটাই করে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে। এ ধরনের কার্যকলাপের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তাকে পুনরায় চাকরিতে বহাল করার জন্য তারা দাবি জানানো হয়েছে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন বলেও জানিয়েছেন।