কলকাতা,৩১ ডিসেম্বর (হি. স.): বছরের শেষ দিনেই হাসপাতাল থেকে ছাড়া পেলেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় ।শুক্রবার দুপুর দুটো নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পান মহারাজ। আপাতত বেহালার বীরেন রায় রোডের বাড়িতে আইসোলেশনে থাকবেন সৌরভ। সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
সম্প্রতি করোনার কবলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । সোমবার করোনা পরীক্ষা করা হয় বিসিসিআই সভাপতির । এরপরেই তাঁর পরীক্ষায় করোনা ধরা পড়ে । তারপরেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই চিকিৎসা চলছে তার । শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ । শারীরিক অবস্থা স্থিতিশীল থাকতেই সৌরভকে ছেড়ে দেওয়া হয় । হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে আপাতত থাকতে হবে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে ।
হাসপাতাল সূত্রে খবর, সৌরভকে ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকবে হবে। তাঁর শারীরিক অবস্থা ভালোই। সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। এ দিন সকালে সৌরভের জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসে কল্যাণী থেকে। রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে ছাড়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতে হবে। সমস্ত করোনা প্রোটোকল মেনে চলতে হবে বাড়িতেও। যাবতীয় ওষুধপত্রও চলবে।
ভিটামিন সি জাতীয় ট্যাবলেট নিয়মিত খেতে হবে। ফুসফুস যাতে স্বাভাবিক থাকে তাঁর জন্য ভেপার নিতে হবে। ১৪ দিন বাড়িতে কাটানোর পর ফের মহারাজের স্বাস্থ্যপরীক্ষা হবে। তার পরই বাড়ি থেকে বেরোনোর ছাড়পত্র মিলবে। এ দিন হাসিমুখেই হাসপাতাল থেকে বেরোন সৌরভ। হাত নাড়িয়ে ইঙ্গিত দেন, ভালো আছেন।