Demonstration : গন্ডাছড়া বিদ্যুৎ নিগমের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। বুধবার ধলাই জেলার গন্ডাছড়া বিদ্যুৎ নিগমের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার জনগণ।গন্ডাছড়া মহকুমার পূর্ব হরিপুর এডিসি ভিলেজের টিলা বাড়ি এলাকাবাসী দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছেন। এই এলাকার জনগণের পরিস্রুত পানীয় জলের জন্য বসানো হয়েছিল একটি ডিপ টিউবওয়েল।

দীর্ঘ ছয় মাস হল এখনো পর্যন্ত বিদ‍্যুৎতের ব‍্যবস্হা করা হয় নি। এলাকাবাসীর বহুবার এলাকায় পানীয় জল সরবরাহের জন্য বিদ্যুতের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। কিন্তু তাতে কেউ কর্ণপাত করেনি।। তাতে ক্ষুব্দ হয়ে বুধবার সকাল ১০টায় বিদ‍্যুৎ এর জন‍্য তালা লাগিয়ে দিলেন বিদ্যুৎ নিগমের অফিসে। তাদের অভিযোগ দীর্ঘ ছয় মাস বিদ‍্যুৎতের ঠিকাদার রতন পাল করছি করব বলে কাটিয়ে দিয়েছেন। আজ ধৈর্যের বাঁধ ভেঙে যায় এলাকার জনগণের।ফলে তালা ঝুলিয়ে দিলেন টিলা বাড়ির চাকমা এলাকাবাসি। সকাল থেকে ছিল না অফিসে কেউ।