নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। বুধবার রাজধানী আগরতলা শহরের শিশু বিহার স্কুল সংলগ্ন এলাকায় এক মহিলা ফাঁসিতে আত্মহত্যা করেছেন। মহিলার নাম উমা দাস।তার স্বামীর নাম বিশু দাস।জানা যায় দীর্ঘদিন ধরেই তিনি রোগে ভুগছিলেন।রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য বহু চিকিৎসা করিয়েছেন।তবু তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন নি।রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্যই ওই মহিলা ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে।
মৃতার ভাই জানিয়েছেন, তার ভগ্নিপতি শিক্ষকতা করেন। তিনি তেলিয়ামুড়া থাকেন।ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না।তার ভাগ্নে ও বোন বাড়িতে ছিলেন। সকালবেলা উমা দাস ঘুম থেকে উঠছেন না মনে করে তার ভাগ্নে মাকে ডাকতে যায়।কিন্তু কোন সাড়া পাচ্ছিলো না। তখনই রান্নাঘরে গিয়ে দেখতে পায় তার ঝুলন্ত মৃতদেহ। সঙ্গে সঙ্গে সে চিৎকার শুরু করে। চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পাঠানো হয় পশ্চিম মহিলা থানার পুলিশকে।পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবারের তরফ থেকে জানানো হয় মহিলা মৃত্যুর আগে একটি চিরকুট লিখে রেখে গেছেন।তাতে তিনি পরিবারের কাউকে মৃত্যুর জন্য দায়ী করেন নি।রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে তিনি নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ।