কানপুর, ২৮ ডিসেম্বর (হি.স.): কানপুর মেট্রো রেল প্রকল্পের বাকি অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯ কিলোমিটার দীর্ঘ কানপুর মেট্রোরেল প্রকল্পের এই অংশ আইআইটি কানপুর থেকে মোতি ঝিল পর্যন্ত বিস্তৃত। উদ্বোধনের পর আইআইটি মেট্রো স্টেশন থেকে গীতা নগর পর্যন্ত মেট্রোতেও যাত্রা করেছেন প্রধানমন্ত্রী।
কানপুর মেট্রো রেল প্রকল্পের সম্পূর্ণ ব্যাপ্তি ৩২ কিলোমিটার বিস্তৃত। ১১ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। কানপুর মেট্রো রেল প্রকল্পের পরিদর্শন ও উদ্বোধনের পাশাপাশি এদিন বিনা-পাঙ্কি মাল্টিপ্রোডাক্ট পাইপলাইন প্রকল্পেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এদিন সর্বপ্রথম আইআইটি কানপুরের ৫৪ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।