Accident: পুণেতে বেপরোয়া মিনি-ট্রাকের দৌরাত্ম্য, চাকায় পিষে মৃত্যু ৩ পথচারীর

পুণে, ২৮ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রের পুণে-তে মিনি-ট্রাকের চাকায় পিষে মৃত্যু হল ৩ জন পথচারীর। মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মুম্বই-বেঙ্গালুরু হাইওয়েতে। সাতারা অভিমুখে যাচ্ছিল মিনি-ট্রাকটি, ৩ জন পথচারীকে পিষে দেওয়ার পাশাপাশি দুই-তিনটি গাড়িতেও ধাক্কা মারে মিনি-ট্রাকটি। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সিনহগড় রোড থানার অন্তর্গত নারহে এলাকায়।

সিনহগড় রোড থানার ইন্সপেক্টর পি ওয়াঘমারে জানিয়েছেন, নারহে এলাকার ভূমকার চকে পৌঁছনোর পর ৩ জন পথচারীকে পিষে দেয় মিনি-ট্রাকটি। এরপর চালক পালানোর চেষ্টা করলেন আরও দুই-তিনটি গাড়িতে ধাক্কা মারে। পথচারীরা দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।