ঢাকা, ২৮ ডিসেম্বর (হি. স.) : গত সপ্তাহেই বাংলাদেশে ঘটেছিল এক ভয়াবহ দুর্ঘটনা। অভিযান ১০ লঞ্চে লেগেছিল মারাত্মক আগুন। অনেক লোক প্রাণ হারানোর পাশাপাশি নিখোঁজও হয়েছিলেন অনেকে।মঙ্গলবার, ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করেছে উপকূলরক্ষী ও অসামরিক প্রতিক্ষা বিভাগের ডুবুরি দল।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ, এক কিশোরের নিথর দেহ উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড। তার পরিচয় জানা যায়নি। উদ্ধারের পরই তার দেহ লঞ্চঘাটে নিয়ে আসা হয়। এদিন সকালেই ৩০ থেকে ৩২ বছর বয়সী আরও এক যুবকের দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, তাঁর মুখের অনেকটাই আগুনে পুড়ে গিয়েছে। এ নিয়ে গত দুই দিনে সুগন্ধা ও বিষখালী নদী থেকে দুটি দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, এদিন উদ্ধার হওয়া মৃতদেহ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতদের মোট সংখ্যা ৪১ হয়েছে। অন্যদিকে, সোমবার এই লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিখোঁজ এক যাত্রীর আত্মীয় মনির হোসেন, লঞ্চের মালিক, চালক সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন।