নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি. স.) : দিল্লিতে বন্ধ হয়ে গেল সিনেমা হল, জিম। জারি হল হলুদ সতর্কতা।পাশাপাশি রাজধানীতে নৈশ কার্ফু জারির সিদ্ধান্ত নিয়েছে আপ সরকার। নৈশ কার্ফু রাত ১১টা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত।
মঙ্গলবার দুপুরে সরকার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। হলুদ সতর্কতার পাশাপাশি আপ সরকার একাধিক পদক্ষেপ করতে চলেছে। শীঘ্রই এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হবে। মল খোলা থাকবে। তবে সেটা সকাল ১০টা থেকে আটটা পর্যন্ত।মঙ্গলবার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ‘পরপর দু’দিন পজিটিভিটি রেট ০.৫ শতাংশ থাকায় এই পদক্ষেপ করতে হচ্ছে। আরও কিছু পদক্ষেপ করা হবে। সেই সব পদক্ষেপ নিয়ে আলাপ আলোচনা চলছে। কিছুদিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে সরকার গৃহীত পদক্ষেপের কথা জানিয়ে দেওয়া হবে।‘ দিল্লিবাসীর প্রতি তাঁর আবেদন ‘মাস্ক ব্যবহার করুন। মেনে চলুন সামাজিক দূরত্ববিধি। এড়িয়ে চলুন সব ধরনের জমায়েত।’
নৈশ কার্ফুর পাশাপাশি স্কুল-কলেজ-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। স্কুলের শীতকালীন ছুটিও এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির পডুয়াদের শীতকালীন ছুটি শুরু হবে নতুন বছরের প্রথম দিন থেকেই। ছুটি ১৫ দিনের।দোকান খোলা থাকবে একদিন অন্তর একদিন। মেট্রো এবং বাস চলবে অর্ধেক যাত্রী নিয়ে। বাজার খোলা থাকবে। তবে মাত্র ৫০ শতাংশ দোকানদার দোকান খোলার অনুমতি পাবেন। মল খোলা থাকবে সকাল ১০ টা থেকে রাত আটটা পর্যন্ত। বিয়ের অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রেও জারি হবে একাধিক নিষেধাজ্ঞা।উল্লেখ করা যেতে পারে, ইতোমধ্যে মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্য নৈশ কার্ফু জারির সিদ্ধান্ত নিয়েছে।