কলকাতা, ২৮ ডিসেম্বর (হি. স.) : হাওড়াকে বাদ দিয়ে বাকি চারটি পুরনিগমের দিন ঘোষনা করা হল? এই প্রশ্ন তুলে মঙ্গলবার হাই কোর্টে দায়ের করা হল মামলা। দ্রুত শুনানির আরজি জানিয়েছেন মামলাকারী।
জটিলতার মাঝেই কলকাতার পুরভোট সম্পন্ন হয়েছে। সোমবারই রাজ্যের চারটি পুরনিগমের ভোটের দিনক্ষণ ঘোষনা করেছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, ২০২২ সালের মে মাসের মধ্যে বাকি পুরসভাগুলিতে ভোট করাতে প্রস্তুত তারা। করোনা পরিস্থিতিতে ভোটদাতাদের স্বাস্থ্যের কথা ভেবে ভোট করা হবে। সেই মতোই সোমবার রাজ্যের চারটি পুরনিগমের দিনক্ষণ ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন কিন্তু সেই তালিকায় ছিল না হাওড়া। এর জেরে সোমবার রাতেই বামেদের তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় হাই কোর্টের বিচারপতিকে মেল করেন। জানান, রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল জানিয়েছিলেন হাওড়া নিয়ে যা জটিলতা ছিল, তা কেটে গিয়েছে। ফলে একই সঙ্গে পাঁচ পুরনিগমের ভোট হবে। কিন্তু ২৭ তারিখ সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার জানান, ২২ জানুয়ারি চারটি পুরনিগমের ভোট হবে। হাওড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি। প্রশ্ন তোলেন, কেন এমনটা হবে?