BRAKING NEWS

রাজ্যের সরকার কোথায়, শুধুই সার্কাস- মাননীয়া : টুইটারে তোপ সুজন চক্রবর্তীর

কলকাতা, ২৭ ডিসেম্বর (হি. স.) : সারের আকাল ও কালোবাজারি নিয়ে টুইটারে তোপ দাগলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

সোমবার তিনি লিখেছেন, “সারের আকাল রাজ্যজুড়ে। ব্যাপক কালোবাজারি। চাষি অসহায়। কে শুনছে তার কথা? বীজ, সার অমিল। পেলেও, দামে আগুন। ইউরিয়া, সুপার ফসফেট, পটাশের দাম দ্বিগুন। ডিএপি তিনগুন….। চাষি যাবে কোথায়?ক’দিন উত্তরবঙ্গ ঘুরে বিপদটা আরও স্পষ্ট হলো।রাজ্যের সরকার কোথায়? শুধুই সার্কাস- মাননীয়া!“

প্রসঙ্গত, রাজ্যে শীতকালীন সবজি-সহ আলু চাষ শুরু হয়ে গিয়েছে। শুরু হয়েছে বোরো ধানের চাষ। কিন্তু ডিএপি, পটাশের মত প্রয়োজনীয় সারের আকাল দেখা দিয়েছে রাজ্যে। আর তা নিয়েই সারের কালোবাজারি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। নির্দিষ্ট মূল্যের চেয়ে সারের দাম বেশি নেওয়া হচ্ছে চাষিদের কাছ থেকে। এ নিয়ে সম্প্রতি কৃষি দফতরের আধিকারিকরা সারের ডিলারদের সঙ্গে বৈঠক করে কালোবাজারি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু, তারপরেও সারের কালোবাজারি চলছে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *