BRAKING NEWS

কোভিড বিধিনিষেধের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স) : দেশে ওমিক্রন বাড়তে থাকায় কোভিড সম্পর্কিত বিধিনিষেধের মেয়াদ আরও বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়, দেশজুড়ে কোভিড-১৯ বিধিনিষেধ ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল।

শুধু বিবৃতি নয়, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদেরও সোমবার নির্দেশিকা পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। করোনা সংক্রমণে রাশ টানতে রাজ্যগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে জেলা ও লোকাল পর্যায়ে কন্টেইনমেন্ট জোন করার কথাও বলা হয়েছে। কোনওরকম গা-ছাড়া মনোভাব না দেখিয়ে, সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতে সতর্কতামূলক সবরকম পদক্ষেপ করতে বলা হয়। কোথায় কী ধরনের কোভিড নিষেধাজ্ঞা আরোপ করতে হবে, তা প্রয়োজন ভেদে ঠিক করতে রাজ্য প্রশাসনকে এদিন নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে ওমিক্রন আক্রান্ত ১৫৬। সব মিলিয়ে আক্রান্ত ৫৭৮ জন। যদিও ১৫১ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। তার পরেও স্বস্তিতে থাকতে পারছে না কেন্দ্র। সেই উদ্বেগ থেকেই এই সতর্কতা বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *