BRAKING NEWS

Karnataka : ওমিক্রন ঠেকাতে ১০ দিন নাইট কার্ফু ঘোষণা করা হল কর্নাটকে

বেঙ্গালুরু, ২৬ ডিসেম্বর (হি.স) : কোভিডের ওমিক্রন ভ্যারিয়ান্ট ঠেকাতে আগামী ২৮ ডিসেম্বর থেকে নাইট কার্ফু জারি হচ্ছে কর্নাটকে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেন, রাত ১০ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কার্ফু জারি থাকবে। একইসঙ্গে নতুন বছরের উৎসব নিয়েও কড়াকড়ি করছে সরকার। রাজ্যের মন্ত্রী ও উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে ওমিক্রন নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। পরে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেন, নববর্ষের পার্টিতে জমায়েত নিয়েও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। মন্ত্রীর কথায়, “খোলা জায়গায় পার্টি বা জমায়েত করা চলবে না। হোটেল, রেস্তরাঁ ও পানশালায় মোট আসন সংখ্যার ৫০ শতাংশ লোক ঢুকতে পারবেন।”

রবিবার সকালে জানা যায়, ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এখন ৪২২। ওই ভ্যারিয়ান্ট সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে। কর্নাটকে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৩৮ জন। সেরে উঠেছেন ১৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *