ভূপাল, ২৬ ডিসেম্বর (হি.স) : দেশে ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার ভোট স্থগিতের সিদ্ধান্ত মধ্যপ্রদেশে। পঞ্চায়েত ভোট স্থগিতের সিদ্ধান্ত রাজ্য সরকারের। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, “ভোট স্থগিতের প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যপালের কাছে। রাজ্যপাল সিদ্ধান্ত অনুমোদন করলে পঞ্চায়েত ভোট পিছোবে।”
সারা দেশের মতো করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট থাবা বসিয়েছে মধ্যপ্রদেশেও। এই আবহে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। তাই পঞ্চায়েত ভোট স্থগিতের সিদ্ধান্ত। তবে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল, তাও স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান,“নির্বাচন মানুষের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। ভোট স্থগিতের প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যপালের কাছে। রাজ্যপাল সিদ্ধান্ত অনুমোদন করলে পঞ্চায়েত ভোট পিছিয়ে দেওয়া হবে।”
উল্লেখ্য, মধ্যপ্রদেশের পঞ্চায়েত নির্বাচন ৬ জানুয়ারি, ২৮ জানুয়ারি এবং ১৬ ফেব্রুয়ারি, ২০২২ – এই তিনটি ধাপে হওয়ার কথা। দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ। শুধুমাত্র মধ্যপ্রদেশের ইন্দোরে একদিনে আক্রান্ত হয়েছেন ৮ জন।