নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।। গাজা বিরোধী অভিযানে গিয়ে সফলতা অর্জন করল পুলিশ। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া নেতৃত্বে সফল পুলিশি অভিযানে প্রায় আড়াই হাজারের বেশি গাঁজা গাছ কেটে নষ্ট করা হয়। ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর ছিল কল্যাণপুর থানাধীন বিভিন্ন জনজাতি এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা চাষ চলছে।
গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী একযোগে কল্যাণপুর থানাধীন দেওয়ান সরদারপাড়া এবং অধুনিয়াতে গাজা বিরোধী অভিযানে অংশ নেয় এবং যথেষ্ট তৎপরতার সাথে প্রায় ২৫০০টি গাঁজা গাছ নষ্ট করে। পুলিশি অভিযানে মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরন জমাতিয়া ছাড়াও ছিলেন কল্যাণপুরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক শুভ্রাংশু ভট্টাচার্য, ৭১বিএন সিআরপিএফের ইন্সপেক্টর রাহুল গোয়েল, কল্যাণপুর থানার পুলিশ আধিকারিক বিশ্বজিৎ দাস সহ বিশাল সংখ্যক পুলিশ কর্মীরা। গাজা বিরোধী অভিযান সম্পর্কে মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া বলেন নেশা বাণিজ্যের সাথে প্রত্যন্ত এলাকায় কিছু জাতীয় অংশের মানুষজন গাঁজা চাষের মত্ত হয়ে পড়ে।
কিন্তু রাজ্য সরকার কোনো অবস্থাতে নেশা কারবারিদের সাথে আপোস করে না । আজ কল্যানপুর থানা এলাকার দুইটি স্হানে অভিযানে প্রচুর পরিমাণে গাঁজা গাছ কাটা হয়। আগামী দিনে এইরকম নেশা বিরোধী অভিযান প্রায় প্রতিনিয়ত জারি থাকবে বলে এদিন দৃঢ়তার সাথে জানালেন মহকুমা পুলিশ আধিকারিক । অভিযানের খবর চাউর হতেই গোটা কল্যাণপুর জুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জনজাতি অংশের মহিলারা রাস্তা অবরোধ করে পুলিশের উপর হামলা করতে উদ্যত হয়। যদিও দক্ষতার সাথে পুলিশ ভিন্নপথে অভিযান শেষে থানায় অবস্থিত হয়।