BRAKING NEWS

ব্রাউন সুগার সহ দুই যুবক আটক

খোয়াই, ২৪ ডিসেম্বর : খোয়াই রাধানগর সড়কের সুভাষ পার্ক কালিবাড়ি সংলগ্ন এলাকায় একটি গাড়ি আটক করে ব্রাউন সুগার সহ দুই যুবককে জালে তুলেছেন ট্রাফিক ইউনিটের কর্মীরা। ব্রাউন সুগার সহ আটক দুই যুবকের নাম সঞ্জু দেববর্মা এবং সুখেন দেববর্মা। তাদের কাছ থেকে ১২ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে।


খোয়াই ট্রাফিক ইউনিট সুভাষ পার্ক কালিবাড়ি সংলগ্ন এলাকায় ভেহিকেল চেকিং বসেছিল। সন্দেহজনকভাবে গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাদের কাছ থেকে যথারীতি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। আটক দুই যুবককে খোয়াই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে খোয়াই থানার পুলিশ এন ডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে। সাতসকালে ব্রাউন সুগার সহ ২ যুবককে আটক করার সংবাদ ছড়িয়ে পড়তেই খোয়াই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়।


উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে ব্রাউন সুগার সহ নানা নেশাজাতীয় সামগ্রীর রমরমা বানিজ্য চলেছে। এ ধরনের নেশা সামগ্রী গ্রহণ করে যুব সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়িত করা রীতিমতো কষ্টসাধ্য হয়ে উঠেছে। নেশার কবলে পড়ে যুবসমাজ যেভাবে কলুষিত হতে শুরু করেছে তাতে ভবিষ্যৎ প্রজন্ম ভয়ঙ্কর পরিণতির দিকে ধাবিত হচ্ছে। নেশা মুক্ত রাজ্য গঠন করার স্বপ্ন বাস্তবায়িত করতে হলে পুলিশ প্রশাসনসহ সচেতন নাগরিকদের আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মনে করেন তথ্যাভিজ্ঞ মহল। সার্বিক সহযোগিতার ভিত্তিতে রাজ্যকে নেশা মুক্ত করা সম্ভব বলেও তারা মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *