আগরতলা, ২২ ডিসেম্বর : বুধবার ভোররাতে সিতাইয়ের তুলাবাগান চৌমুহনী এলাকায় একটি মারুতি ভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। তাতে মারুতি ভ্যানের চালক গুরুতর ভাবে আহত হন। আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মোহনপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত মারুতি ভ্যান গাড়ির নম্বর টিআর০১ভি ০১৭৪৫।
ঘটনার বিবরণে জানা যায়, ভোররাতে আগরতলার দিক থেকে একটি মারুতি ভ্যান গাড়ি দ্রুতবেগে যাচ্ছিল। ভোর রাত তিনটে নাগাদ তুলাবাগান চৌমুহনী এলাকায় পৌঁছলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে গাড়িটি রাস্তার পাশে জঙ্গলে ঢুকে পড়ে। গাড়িটি জঙ্গলের মধ্যে উল্টে যায়। বিকট আওয়াজ শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। সেখান থেকে মারুতি ভ্যানের চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে।
খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহত গাড়ির চালককে উদ্ধার করে মোহনপুর প্রাথমিক হাসপাতলে নিয়ে যায়। বর্তমানে গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন। গাড়ির অত্যাধিক গতি এবং অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সিধাই থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাগ্রস্ত মারুতি ভ্যান গাড়িতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।
2021-12-22