ধুবড়ি (অসম), ২১ ডিসেম্বর (হি.স.) : কেরলে দলীয় কার্যকর্তাদের খুন প্রতিবাদে এবং বেছে বেছে হিন্দুদের ওপর সংগঠিত হামলা বন্ধ করতে আজ সোমবার ধুবড়ি শহরে বিক্ষোভ প্রদর্শন করেছে ভারতীয় জনতা পার্টি এবং ওবিসি মোর্চা। বিক্ষোভ প্রদর্শনস্থলে প্রতিবাদকারীরা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কুপুত্তলিকা দাহ করে বাম সরকারের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগানে আকাশ-বাতাস কাঁপিয়ে তুলেছেন।
আজ দুপুর ১২টায় ধুবড়ি শহরের পাঁচমোড়ে জেলা বিজেপি এবং ওবিসি মোৰ্চা শতাধিক কার্যকৰ্তা কেরালার বাম সরকারের মুখ্যমন্ত্ৰী পিনারাই বিজয়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সংগঠিত করেছেন। মুখ্যমন্ত্রী বিজয়নের কুশপুত্তলিকা দাহ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিজেপির ধুবড়ি জেলা সভাপতি ডা. দেবময় সান্যাল।ডা. সান্যাল বলেন, কেরালার রাজনৈতিক ভ্ৰষ্টাচার তুঙ্গে উঠেছে। সরকারের প্রছন্ন মদতে আজ পর্যন্ত শতাধিক বিজেপি কার্যকর্তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। গত ১৯ তারিখ বিজেপির একজন কার্যকর্তার মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই কার্যকর্তাকে সিপিআইএমের দুষ্কৃতীরা নৃশংসভাবে খুন করেছে। এককথায় ওই রাজ্যে অরাজকতা চরমে উঠেছে। এজন্য তাঁরা বামপন্থী মুখ্যমন্ত্ৰী পিনারাই বিজয়নকে ধিক্কার জানিয়ে অতি শীঘ্র তাঁর পদত্যাগ দাবি করছেন। কেরালায় শিগরির রাজনৈতিক হিংসা বন্ধ করারও দাবি জানিয়েছেন ডা. সন্যাল।

