BRAKING NEWS

Vote : কলকাতা দখল করল তৃণমূল, ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪ আসনেই ফুটল জোড়াফুল

কলকাতা, ২১ ডিসেম্বর৷৷ প্রত্যাশা মতোই কলকাতা ঢাকল সবুজ রঙে৷ ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪ আসনেই ফুটল জোড়াফুল৷ দু একটি ওয়ার্ডে টিমটিম করে জ্বলল বিরোধী শক্তির প্রদীপ৷ এক চেটিয়াভাবে বিরোধীদের উড়িয়ে ছোট লালবাড়ি দখলে রাখল তৃণমূল৷ বিধানসভার দরজা বন্ধ হওয়ার পর এবার পুরভোটেও ১৪ থেকে নেমে ২ আসনেই শেষ বামেদের বিপ্লব৷ যদিও পুরভোটের ফল বিশ্লেষণে রাজনৈতিক মহলের একাংশের দাবি, আসলে হারানো জমি খানিকটা হলেও ফিরে পেয়েছে বামফ্রন্ট৷ ফলাফলের পরিসংখ্যান বলছে, আসন সংখ্যায় পিছিয়ে থাকলেও বিজেপির সঙ্গে ভোট শতাংশের তুলনায় অনেকটাই এগিয়ে বামেরা৷ ১১ শতাংশ ভোট পেয়েছে বামফ্রণ্ট৷ যেখানে বিজেপি-র প্রাপ্ত ভোট ৯ শতাংশের আশপাশে৷


পুরভোটের চূড়ান্ত ফল অনুযায়ী, কলকাতার ৬৫ আসনে বামেরা রয়েছে দ্বিতীয় স্থানে৷ বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে ৪৭ ওয়ার্ডে, কংগ্রেস দ্বিতীয় স্থানে ১৬ আসনে আর নির্দল প্রার্থীরা দ্বিতীয় স্থান পেয়েছেন পাঁচটি ওয়ার্ডে৷ একে আদতে বামেদের উত্থান বলে দেখছেন বিশেষজ্ঞদের সিংহভাগ৷ যদিও ২০১৫ সালের ভোটের ফল অনুযায়ী লজ্জার হারের ভবিতব্য পাল্টায়নি বামেদের৷ ১০ নম্বর বরোর ১২টি ওয়ার্ডের মধ্যে ১টি এবং ১১ নম্বর বরোর ৭টি ওয়ার্ডের মধ্যে ১টি গিয়েছে বামেদের ঝুলিতে৷ মুখরক্ষা শুধু ১০৩ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী নন্দিতা রায় এবং ৯২ নম্বর ওয়ার্ডে সিপিআই প্রার্থী মধুছন্দা দেবের জয়ে৷ সেভাবে দাগ কাটতে পারল না রেড ভলান্টিয়ার প্রার্থীরাও৷


ভোটের ফলাফল প্রকাশের আগেই বুঝি সবাই জেনে গিয়েছিলেন কী হতে পারে৷ তাই মঙ্গলবার সকালেই টুইটে আক্রমণ শানলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী৷
তিনি লিখেছেন, ‘‘ত্রিপুরার আগরতলায় বিজেপি ৫১ তে ৫১৷ তৃনমূল কম কিসে? ভোট লুটতে সমতুল তো বটেই৷ কলকাতায় তৃনমূলের ১০০ হওয়াটাই তো স্বাভাবিক! সেটাই তো পিসি-ভাইপোদের মনোবাঞ্ছা৷এক-আধটা কম হলেও কি ওদের পছন্দ হতে পারে?’’ এর সঙ্গে তিনি যুক্ত করেছেন এদিন প্রকাশিত একটিয়খবরের কাটিং৷ তাতে লেখা, ‘‘বিধানসভা নির্বাচনের মতো জয়ের ধারা অব্যাহত থাকবে কলকাতা পুরভোটেও৷ রেকর্ড জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ দলের রিপোর্টেই উঠে এসেছে এমন তথ্য৷ ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩০টিতে জয় নিশ্চিত বলে আত্মবিশ্বাসী জোড়াফুল ব্রিগেড৷ শাসকদলের নেতাদের আশা, ফল তার থেকেও ভালো হবে৷ তাঁদের কথায়, মানুষের ভোটে সিপিএম, কংগ্রেস, বিজেপি এবারও প্রত্যাখ্যাত হবে৷ কারণ ওরা এবারও রামধনু জোট করেছিল৷
কলকাতা পুরসভার ভোট মিটেছে শাস্তিতেই৷ আজ ভোট গণনা৷ দুপুরের মধ্যেই জানা যাবে ওয়ার্ড ভিত্তিক জনাদেশ৷ ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর তৃণমূল নেতৃত্ব সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে ওয়ার্ড ভিত্তিক রিপোর্ট তৈরি করেছে৷ গোটা শহর দেখেছে, রবিবার মানুষ ভোট দিয়েছেন৷ এখানেই তৃণমুলের দাবি, ওই ভোটের সিংহভাগই পেয়েছে ঘাসফুলের প্রার্থী৷ দলীয় সূত্রের খবর, ১৩০টি আসনে জয় আসছেই৷‘‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *