BRAKING NEWS

Opposition : সিপিআইএমের সভায় হামলার ঘটনায় আহত ভাস্কর দত্তকে দেখতে সোমবার জিবি হাসপাতালে যান বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। রানীর বাজারে সিপিআইএমের সভায় হামলার ঘটনায় আহত ভাস্কর দত্তকে দেখতে সোমবার জিবি হাসপাতালে যান বিরোধী দলনেতা মানিক সরকার। জিপি হাসপাতালে গিয়ে তিনি আহত ভাস্কর দাঁতের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন।জিবি হাসপাতাল সফরকালে বিরোধী দলনেতা মানিক সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গতকাল রানির বাজার এর সিপিআইএমের কর্মীরা এক সভায় মিলিত হয়েছিল। ওই সভাতেই শাসকদলের দুষ্কৃতিকারীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তাতে বেশ কয়েকজন আহত হন।আহতদের মধ্যে ভাস্কর দত্তের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়।শাসক দলের দুর্বৃত্তদের এ ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন বিরোধীদলীয় নেতা মানিক সরকার।

তিনি বলেন এই রাজ্যে বিরোধী দলের নেতাকর্মী ও সমর্থকদের নিরাপত্তা নেই। বিরোধী দলের রাজনৈতিক অধিকার হরণ করার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছে শাসক দল।শাসকদল পায়ের তলার মাটি হারিয়ে বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়ে নিজেদের ভোট বৈতরণী পার হওয়ার কৌশল নিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।বিগত চার বছরের তিক্ত অভিজ্ঞতা থেকে মানুষ যে শিক্ষা নিয়েছেন তার যোগ্য জবাব দিতে প্রত্যেকেই প্রস্তুত হচ্ছেন বলেও বিরোধী দলনেতা মানিক সরকার অভিমত ব্যক্ত করেছেন।এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। উল্লেখ্য গতকাল রানীর বাজারে সিপিএমের সভায় হামলার ঘটনায় ৭জন আহত হয়েছিলেন।আহতদের মধ্যে একজন বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্যরা প্রাথমিক চিকিৎসার পর বাড়ি করে চলে গেছেন।উল্লেখ্য আগরতলা পৌরনিগম নির্বাচন ও পৌর পরিষদ নগর পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়েছে শাসকদলের বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *